
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | প্রিন্ট
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে কুলাউড়ায় সফল পোনা মাছ চাষীর সম্মাননা পেলেন অনলাইন গণমাধ্যম সংবাদমেইল২৪ডট কমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক প্রভাষক মোঃ মানজুরুল হক।
(১৯ জুলাই) বৃহস্পিতবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আলমগীর সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ,মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রি নেহার বেগম,কৃষি কর্মকর্তা মোঃ জগলুল হায়দার,প্রাণী সম্পদ কর্মকর্তা হেদায়েত উল্লাহ,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব,পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানা পারভীনম,কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস্ প্রমূখ।
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ।
বক্তব্য দেন মৎস্য চাষী মোঃ কামাল আহমেদ, সূচনার হাবিবুর রহমান।
উল্লেখ্য, এসময় উপজেলার আরও সেরা দুই মৎস্য চাষীকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা প্রাপ্তরা হলেন উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের মধ্য হিঙ্গাজিয়া গ্রামের মৎস্য চাষী বণিক বর্ধন, ঠিলাগাও ইউনিয়নের বৈধশাসন গ্রামের মোছাঃ আয়াতুন বেগম।
Posted ৩:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.