
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০১ আগস্ট ২০১৭ | প্রিন্ট
কুলাউড়ার দক্ষিণাঞ্চলের নবাব আলী সারওয়ার খান ফাউন্ডেশন ও হযরত ফাতেমা জনকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি চলছে কর্মধা, পৃথিমপাশা ও রাউৎগাঁও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
১৯৯২ সাল থেকে প্রতি বছরের ন্যায় এবারও এ কর্মসূচি চলছে।
উল্লেখ, বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন কুলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম।
পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাকর খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কর্মধা ইউপি চেয়ারম্যান এম.এ রহমান আতিক, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আব্দুল মনাফ মেম্বার, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা আব্বাছ।
নবাব আলী সারওয়ার খান ফাউন্ডেশন ও হযরত ফাতেমা জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান নবাব আলী হামিদ খানের অর্থায়নে এ বৃক্ষরোপন কর্মসূচির বাস্তবায়নে সার্বিক দায়িত্বে রয়েছেন মোঃ মঞ্জুর আহমেদ, রেজা হোসেন, ইমাদ উদ্দিন, মিজু আহমেদ প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/জেএইচজে
Posted ১০:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.