
কুলাউড়া সংবাদদাতা: | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির আয়োজনে ১৮তমবর্ষ শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ সেপ্টেম্বর) শুক্রবার প্রতি বছরের ন্যায় এবারও কুলাউড়ার দক্ষিণ বাজারের শ্রীশ্রী কালীবাড়িতে সকাল ৯ টায় পূজা শুরু হয়ে অঞ্জলি প্রদান ১২ ঘটিকা। দুপুর ২টায় ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী কালী বাড়িতে অনুষ্ঠিত বিশ্বকর্মা পূজায় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরা দে,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ১নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম,২নংওয়ার্ড সম্পাদক ও সেলুন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অশোক চন্দ,১নংওয়ার্ড মেম্বার রিংকু বর্ধন,ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি কান্ত দেব, সম্পাদক সুদীপ্ত চৌধুরী সত্যম,চন্দ সমাজ কল্যান সমিতির সভাপতি কৃপাময় শীল,লংলা শীল সমাজ কল্যান সমিতির সহ সভাপতি বিশু মোহন চন্দ, কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির সভাপতি ক্ষিতিশ চন্দ, সাধারণ সম্পাদক রতন চন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন গোপাল চন্দ, দিলীপ চন্দ, অনাদি চন্দ, শীতল চন্দ কালা, হরিপদ চন্দ, সুমন চন্দ, লিটন বৈদ্য লিটু, সুবল.চন্দ, সঞ্জয় চন্দ, পিকু চন্দ, সন্তোষ চন্দ, পলাশ, বিধ্যুৎ, সঞ্জিত, শ্যামল, সাওন, রিংকু, শিপন প্রমুখ।
পূজা পরিচালনা কমিটির পক্ষে সভাপতি নিতাই চন্দ এবং সাধারণ সম্পাদক হৃদয় চন্দ বিশ্বকর্মা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
Posted ১১:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.