
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৮ মার্চ ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় ১৩ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই সুমন মিয়া (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
(০৮ মার্চ) ভোরে সুমনকে আটক করে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে। এবং শ্যালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
কুলাউড়া থানা পুলিশ ও অভিযোগ সূত্রমতে, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামের মো. গনি শাহ’র পুত্র সুমন মিয়া (২৬) স্ত্রী সন্তানসহ হাজীপুর ইউনিয়নে শ^শুড়বাড়ি ২-৩ দিন আগে বেড়াতে যান। ০৭ মার্চ শনিবার রাতে শ্যালিকাকে নিয়ে বেড়ানোর কথা বলে পাশ্ববর্তী উপজেলা কমলগঞ্জে যান। সেখানে রাতে শ্যালিকাকে ধর্ষণ করেন। তবে রাতে তারা বাড়িতে না ফেরায় বিষয়টি ওই কিশোরীর বাবা কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন। রোববার ভোরে কমলগঞ্জ থেকে সুমন মিয়া সিএনজি অটোরিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজার থেকে পুলিশ তাকে আটক করে।
এঘটনায় কিশোরির বাবা কুলাউড়া থানায় সুমন মিয়াকে আসামী করে একটি মামলা (নং ০৩ তারিখ ০৮/০৩/২০২০) দায়ের করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কানাই লাল চক্রবর্তী নিশ্চিত করেছেন।
Posted ৬:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.