
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | সোমবার, ১৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কুলাউড়ায় চলতি নভেম্বরে শুরু হচ্ছে ক্রিকেট লীগ।
জানা যায়, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের স্পন্সর করবেন এপেক্সিয়ান সালেহ আহমদ ও ন্যাশনাল স্পোর্টস’র সহযোগিতায় এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
উপজেলার ৪৮টি ক্রিকেট দলের অংশ গ্রহনে নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বৃহৎ এ টুর্নামেন্ট শুরু হবে।
কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ (১৪ নভেম্বর) সোমবার সন্ধ্যায় সংবাদমেইলকে জানান, উপজেলার সংশ্লিষ্ট ক্রিকেট দলকে প্রস্তুতি নিয়ে এ বৃহৎ টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.