
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে কুলাউড়ায় অসহায় হতদরিদ্র শীতার্থদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘বয়েজ ক্লাব’ (মিঠুপুর)। শতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে জয়চন্ডি ইউনিয়নের রহমত মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আশরাফুর রহমান শাওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা আরেফিন তায়েফের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সদস্য ও ক্লাবের সাবেক অধিনায়ক মুহিতুর রহমান রাজু।
বিশেষ অতিথি ছিলেন জয়চন্ডি ইউপির সাবেক সদস্য আবুল কালাম খাঁন মাসুক, স্থানীয় মহল্লার সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর নুর,ব্যবসায়ি ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক আতাউর রহমান দুধু।
এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের সদস্য সাদমানুর রহমান রাহি, আলফাজ খাঁন রামিম, রাব্বি তালুকদার, এনাম আহমদ, সাদিক আহমেদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
উল্লেখ্য,সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.