
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
কুলাউড়ায় অসহায় হতদরিদ্র শীতার্থদের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় সামাজিক সংগঠন ‘সোস্যাল কেয়ার অব নেশন’। শতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
(২৫ ডিসেম্বর) রবিবার সকালে “শীতার্থ মানুষের পাশে উষ্ণতার চাদর হয়ে” এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনের উদ্যোগে লিটল স্টার একাডেমী প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি খায়রুল কবির জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েম আহমেদের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্ঠা মাওলানা ফজলুল হক খান সাহেদ, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংগঠনের উপদেষ্ঠা আমীর হোসেন, হাসনা-মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এএফএম ফৌজি চৌধুরী, সংগঠনের উপদেষ্ঠা ও মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, লিটল স্টার একাডেমীর পরিচালক আবুল কালাম আজাদ, দৈনিক সকালের খবরের প্রতিনিধি ও সংলাপের চীফ রিপোর্টার সাইদুল হাসান শিপন, সংগঠনের উপদেষ্ঠা ও প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, উপদেষ্ঠা ও ফ্রান্স প্রবাসী ফয়েজ আহমেদ তপন, সংগঠনের সিনিয়র সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন, উপদেষ্ঠা ও ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন, উপদেষ্ঠা ও ব্যবসায়ী শহীদ আহমদ, ইউনিসেফের মৌলভীবাজার প্রতিনিধি ফরহাদ হোসেন, সিলেটেস্থ কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন শাহান, সামাজিক সংগঠন প্লাটুন টুয়েলভ’র সভাপতি কল্যাণ চন্দ্র পলাশ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সাদি, মোস্তফা কামাল মান্না ও বাপ্পি প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আজিজুল ইসলাম উজ্জ্বল, সোহেল আহমদ, জামিল আহমদ চৌধুরী, সৈয়দ আনিসুল ইসলাম, সফি আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক আসিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম সাজেদ, সহ সাংগঠনিক সম্পাদক নাঈদ খান নয়ন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আরিফ, আব্দুস সামাদ চৌধুরী, রনি আহমেদ, আমিন জাহান, এমদাদুল হক, জাহিদ হাসান শিবলু, সৈয়দ সাইদুল ইসলাম ও মাজহারুল ইসলাম খান টিপু।
সংগঠনের সংগঠনের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিন ‘সংবাদমেইলকে’ বলেন, আমরা ব্শ্বিাস করি আমাদের এ ক্ষুদ্র প্রয়াসে দরিদ্র ও অসহায়দের মুখে কিছুটা হলেও হাসি ফোটাবে।’
‘পাশাপাশি তরুন এ সংগঠক বলেন, হতদরিদ্ররাও মানুষ তাদেরকে অবহেলা না করে মানবিক দৃষ্টিতে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাদের পাশে দাঁড়াবার আহবান জানান’।
উল্লেখ্য, সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।
Posted ৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.