
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
(১জানুয়ারী) রবিবার সকালে বিদ্যালয় ও কলেজ হলরুমে উৎসব মুখরভাবে বই বিতরণ অনুষ্ঠিত হয়।
নয়াবাজার গভনিংবডির সভাপতি মো. সমুজ আলীর সভাপতিত্বে ও শিক্ষক জায়েদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গভনিংবডির সদস্য মো. রফিকুর রহমান, শ্রীবাস চন্দ্র দত্ত, সাবেক সদস্য মো. ইয়াকুব আলী ও মো. মাহমুদুর রহমান ফটিক।
স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা।
এ ছাড়াও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যাল, সাধনপুর উচ্চ বিদ্যালয়সহ সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে উৎসব মুখরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/জয়নাল/এনএস
Posted ১০:০৭ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.