
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৮ মার্চ ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় তুহিন আহমদ (১৩) নামের ৭ম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার শিকার শিক্ষার্থীর মাতা অছিরুণ বেগম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে, (২৭ মার্চ) মঙ্গলবার বিকেলে তুহিন আহমদ দুলাল আহমদের বাড়ি থেকে তানভির আহমদ পলাশ কে সঙ্গে নিয়ে রওয়ানা দিয়ে উপজেলা হাজিপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামের মনু নদীর পাশে পৌঁছা মাত্র একই ইউনিয়নের বখাটে হিসেবে পরিচিত তালেব আলী (ওরফে খাকু মিয়া) দেশিও অস্ত্র ও ধারালো দা দিয়ে তুহিনের মাথায় কুপিয়ে রক্তাক্ত করে ও এলোপাতাড়ি কিল ঘোষী মেরে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
ঘটনাস্থলে তুহিনের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে হাসপাতালে পৌঁছে দেন। ঘটনার শিকার গুরুতর আহত শিক্ষার্থীর মাথায় ৬টি সেলাই ও বৃদ্ধাঙ্গুুলের পাশে কাটা জখমের চিহ্ন রয়েছে।
অভিযোগে আরো উল্লেখ করেছেন বখাটে তালেব আলী বিভিন্ন সময় তুহিনের পরিবারকে ভয়-ভীতি ও প্রাণে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র তুহিন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডের ১৭ নাম্বার বিছানায় চিকিৎসাধীন রয়েছে।
কুলাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমেইলকে জানান, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে হামলাকারীকে আইনের আওতায় আনা হবে।
Posted ৪:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ মার্চ ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.