
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৬ মার্চ ২০১৮ | প্রিন্ট
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুলাউড়া লিটল স্টার একাডেমির উদ্যোগে দিনের প্রথম পহরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পুরষ্কার বিতরণ আয়োজন করা হয়েছে।
(২৬ মার্চ) সকাল ৯ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দুপুর ২ টার দিকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
লিটল স্টার একাডেমির সভাপতি জসিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন লিটল স্টার একাডেমির অধ্যক্ষ হিফজুল এনাম খান, সিনিয়র শিক্ষক বিজয় ভূষণ পাল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া,প্রিয় কুলাউড়া ও ডেইলি বিডিমেইলের সম্পাদক একেএম জাবের, শেড অব নেচার উপজেলা শাখার সভাপতি সিরাজুল আলম জুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন, সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিন, সিনিয়র সদস্য খায়রুল কবির জাফর।
এছাড়াও লিটল স্টার একাডেমির শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, ইমরান আহমদ কিবরিয়া, মর্জিনা চৌধুরী, সাজেদা আক্তার, ফাতেমা বেগম, মাহফুজা বেগম, মাহবুবা খানম তায়্যিবা, তানজিনা বেগম, হেপি চৌধুরী প্রমুখ।
Posted ১০:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৬ মার্চ ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.