
কুলাউড়া সংবাদদাতা : | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিটল স্টার একাডেমির ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গত ১ ডিসেম্বর বুধবার বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অধ্যক্ষ নৃপেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাহিদ সুবহান নাইমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর বড় ভাই মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান, রিপন খান, অবিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কামাল হোসেন খান, সেলিম খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, অবিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। উল্লেখ্য যে, ৫ম শ্রেণীর মোট ২৮ জন পরীক্ষার্থী এবারের পিএসসি পরিক্ষায় অংশ নিচ্ছে।
Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.