শনিবার ১০ জুন, ২০২৩ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০

কুলাউড়ায় রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন-ট্রেন অবরোধ

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট  

কুলাউড়ায় রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন-ট্রেন অবরোধ

সিলেট-আখাউড়া রেল সেকশনের আওতাধীন কুলাউড়ার লংলা রেল স্টেশনটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী।

(২৫ জানুয়ারি) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুলাউড়ার লংলা রেল স্টেশনে ডেমু ট্রেন আটকিয়ে এই কর্মসুচী পালন করেন  স্থানীয়রা। এসময় সিলেট থেকে আখাউড়াগামী ডেমু ট্রেনটি এক ঘণ্টারও বেশী সময় আটকে রাখে স্থানীয় জনতা।


মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী এই লংলা স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অথচ এখানে প্রচুর পরিমানে রাজস্ব আয় হত। প্রতিদিন ৪টি ইউনিয়নের কয়েক সহস্রাধিক যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই স্টেশনটি। কিন্তু কর্তৃপক্ষ লোকবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধ করে দেয়। কয়েক মাস আগে আন্দোলনের মুখে স্টেশনটি একজন মাস্টার দিয়ে খুলে দিলেও কয়েকদিন পর আবারও এটি বন্ধ করে দেয়। আগামী দশ দিনের মধ্যে স্টেশনটি চালু করা না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা।

মানববন্ধনে উপস্থিত রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল বলেন, শীঘ্রই কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের রেল স্টেশনটি চালু করা না হলে জনগণকে সাথে নিয়ে বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হবে।


সংবাদমেইল/এসএ/এনএস

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৫:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত