
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
জেলার কুলাউড়া উপজেলায় জামাল (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
(১ জানুয়ারি) বিকালে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা এলাকার শ্মশানঘাট থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের দানু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শ্মশানঘাটে জামিলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা চেয়ারম্যানকে অবগত করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভূষন রায় সত্যতা নিশ্চিত করে বলেন কে বা কারা হত্যা করেছে তদন্ত সাপেক্ষে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.