মঙ্গলবার ২১ মার্চ, ২০২৩ | ৭ চৈত্র, ১৪২৯

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট  

কুলাউড়ায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

(১৬ ডিসেম্বর) বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে প্রথমে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


কুলাউড়া স্বাধীনতা সৌধ চত্ত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান,মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীসহ উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাসহ সর্বস্তরের জনসাধারণ।

বিজয় দিবস পালনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ছাড়াও পুলিশ প্রশাসন, কুলাউড়া পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্টান পৃথক পৃথকভাবে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।


পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মুবিন, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মাসুক মিয়া, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, আওয়ামীলীগ নেতা নবাব আলী ওয়াজেদ খান বাবু, উপজেলা স্কাউটস’র কমিশনার মোঃ আব্দুল কাইয়ুম,সাংবাদিক মাহফুজ শাকিল প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা শিশু একাডেমীর সহযোগিতায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানসহ সকল অতিথিবৃন্দ।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:০১ অপরাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত