
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
মৌলভীবাজার-কুলাউড়া রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সাইফুল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
(২৯ ফেব্রুয়ারী) শনিবার সকাল ৯ টায় কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাইফুল কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র। তিনি মেসার্স আবুল খায়ের কোম্পানীর জিলানী এন্টারপ্রাইজের সেলসম্যান হিসেবে মৌলভীবাজারে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়ি থেকে মৌলভীবাজারের কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে হলিছড়া চা-বাগান এলাকায় পৌঁছানোর পর অজ্ঞাত এক গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এতে তাঁর মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে কুলাউড়া থানার এস আই মো. আখতারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ইয়ারদৌস হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৪:২০ অপরাহ্ণ | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.