
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৩ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পর্যায়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও নেহার বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আইয়ুব উদ্দিন, ইউআরসি ইন্সট্রাকটার আফসানা আক্তার প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন কুলাউড়া বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিব আলী প্রমুখ।
সভায় বক্তারা সরকারের ২০৩০ সালের ভিশন সকলের জন্য মানসম্মত শিক্ষা অর্জন বাস্তবায়নে শিক্ষার গুনগত মান উন্নয়নে আরো সক্রিয় ও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
Posted ৭:৫১ অপরাহ্ণ | বুধবার, ০৩ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.