
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
মাধ্যমিক শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৫অক্টোবর) সোমবার বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমিতির সভাপতি আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, বাকশিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ খুরশিদ উল্লাহ, মোহাম্মদ মাসুক, মোঃ আব্দুল খালিক।
এছাড়াও বক্তব্য রাখেন কর্মধা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সহিদ বাবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুল মালিক ও মোজাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছুরুক।
সাধারণ সভায় বক্তারা শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করার জোর দাবি জানান।
এদিকে কুলাউড়ার মাধ্যমিক শিক্ষকদের কল্যাণ ফান্ডে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ৭:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.