
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭ | প্রিন্ট
কুলাউড়ায় মাঠ দিবস পালিত ও সমন্বিত খামার ও ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রশিক্ষষের সনদ প্রদান সম্পন হয়েছে।
আজ (১০ ডিসেম্বর) রবিবার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রামে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শাহজান, ব্রাহ্মণবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রঞ্জিত কুমার চন্দ, উপজেলা কৃষি ব্লক সুপার ভাইজার বিমল দে, আব্দুল সালাম, উপজেলা কৃষি সহায়তাকারী বিপ্রভূষণ ধর, মো. ছালিক উদ্দিন, হিরা-গুলজান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ফিনল্যান্ড প্রবাসি সাজ্জাদুর রহমার মুন্না, সামান আলী, আয়েশা বেগম, মিনারা বেগম, তায়েফ মিয়া, নাজমিন আক্তার, মাহবুবুর রহমান শামীমসহ প্রশক্ষিণ প্রাপ্তরা।
এসময় প্রদর্শিত হয় বিভিন্ন কৃষিজাত উন্নত ক্ষেতের। পরে অতিথিরা সকল প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তোলে দেন। এবং সেরা তিন প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কিত করা হয়।
উল্লেখ্য, গত এপ্রিল থেকে শুরু হয় ৬ মাস ব্যাপি কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচির সমন্বিত খামার ও ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রশিক্ষণ।
প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়েছে ২৫টি পরিবারের ৫০জন নারী-পুরুষকে নিয়ে পশ্চিম সিংগুরস্থ কুমিল্লাপাড়া আইএফএম কৃষক মাঠ স্কুল ও চকেরগ্রামস্থ সাতপারিপার আইএফএম কৃষক মাঠ স্কুলে।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সহায়তাকারী বিপ্রভূষণ ধর, মো. ছালিক উদ্দিন।
সংবাদমেইল/জেএইচজে
Posted ১২:০০ পূর্বাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.