
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজালাল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অালোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৬ মার্চ) সোমবার দুপুরে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয় হলরুমে সভায় অালহাজ্ব মিজান অালীর সভাপতিত্বে ও জুবের হাসান জেবলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য অাওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কামাল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির মিয়া,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ অাহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক প্রভাষক অাফাজুর রহমান চৌধুরী ফাহাদ,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তাহের অালী,শিক্ষক মোঃ লোকমান হোসেন,শেখ রফিকুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন তৈমুর ইসলাম,প্রবাসী কমিউনিটি নেতা পারভেজ রশীদ খাঁন, ব্রাহ্মণবাজার ইউপি যুবলীগের সভাপতি ফয়জুল ইসলাম ছোটই,সহ সভাপতি জাহাঙ্গির অাহমদ,গণমাধ্যমকর্মী মাহফুজ শাকিল প্রমূখ।
অালোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুলাউড়া ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক প্রভাষক অাফাজুর রহমান চৌধুরীর অামন্ত্রনে কামাল হাসান উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিক সাংবাদিক কামাল হাসান বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য অর্ধ লক্ষ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনা সভা শেষে বার্ষিক খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
Posted ১২:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.