
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালনের সিদ্বান্ত নিয়েছে কুলাউড়া উপজেলা প্রশাসন।
(২৪ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলমগীর হোসেন, পৌরসভার মেয়র আলহাজ¦ শফি আলম ইউনুছ,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুদ্দোহা (পিপিএম),জাসদের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম, ভূকশীমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান,কর্মধা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দেসহ উপজেলার সরকারী-বেসরকারী কর্মকর্তা,গণমাধ্যমকর্মী,শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা।
সভায় ওই স্থানীয় স্বাধীনতা সৌধে তোপধ্বনি,পুষ্পস্তবক অর্পণ,সকাল সাড়ে ৮টায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসন ও উপজেলার নেতৃবৃন্দদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,সকাল সাড়ে ১০টায় বিজয় শোভাযাত্রা,এছাড়াও গণসঙ্গীতের আসর,কুচকাওয়াজ, খেলাধূলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ,মুক্তিযোদ্ধা সংবর্ধনা,বিকেলে সৌধ চত্তরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টানসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
সভায় জাতীয় পতাকে শ্রদ্ধার সহিত উত্তোলন ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের অনুরোধ জানানো হয়েছে।
সংবাদমেইল২৪.কম/শরীফ/এনএস
Posted ৬:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.