
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৪ মার্চ ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় ভারতীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
(০৪ ফেব্রুয়ারী) বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া চা-বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নাজমুল হাসানের নেতৃত্বে বিজিবি সদস্য নুরুল আমিন, সাইফুল ইসলাম ও মনিরুজ্জামান টহলের দায়িত্বে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মুড়াইছড়া চা-বাগান এলাকায় ভারতীয় ইয়ারগান (নতুন) ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আদিবাসী যুবক কুকিজুড়ী পুঞ্জির বাসিন্দা ইউট (২৫) ও তাঁর সহযোগী সিএনজিচালক নিতাই দেব (৪৫) কে আটক করে। ইউট কুকিজুড়ী পুঞ্জির বাসিন্দা যোশেখ খংলার ছেলে ও চালক নিতাই দেব পৃথিমপাশা ইউনিয়নের মৃত আনন্দ মোহনের ছেলে।
এদিকে অভিযোগ রয়েছে, আদিবাসী যুবক ইউট ও তাঁর ভাই কুকিজুড়ী পুঞ্জির মন্ত্রী টু কয়েক বছর পূর্বে আতিয়ার রহমান নামে এক বন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রাখে। পরে কুলাউড়া থানা পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ওই বনকর্মকর্তাকে উদ্ধার করেন।
এ ব্যাপারে মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবাদার নাজমুল হাসান বলেন, এ ঘটনায় দুজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের অভিযানে বিজিবির সদস্যরা তৎপর রয়েছে।
Posted ৭:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.