
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় ভাব সংগীত বিদ্যালয়ের পরিচিতি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার সন্ধ্যায় স্থানীয় ডাক বাংলো শিরিশ তলায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার – ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা জাসদের সভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলাম শামীম, আ’লীগ নেতা গৌরা দে, ভাব সংগীত বিদ্যালয়ের সভাপতি বাউল শিল্পী মীর মো. রানু সরকার, সাধারণ সম্পাদক বাইল শিল্পী বিরহী আব্দুস শহিদ, সহ-সাধারণ সম্পাদক বকুল আহমদ, সজিব আহমদ, কোষাধ্যক্ষ মীর রুনু চিশতী, সদস্য সামাদ সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছড়াকার ময়নুল ইসলাম পংকি।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভাব সংগীত বিদ্যালয়ের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী।
Posted ৯:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.