
স্টাফ রিপোর্টার | সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলায় জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমীর বয়সভিত্তিক (১২,১৪,১৬) প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
একাডেমীর পরিচালনা পর্ষদের সদস্য ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে ও একাডেমীর পরিচালক সোহেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এটিএম ফরহাদ চৌধুরী, পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য,জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ফিরোজ মাহমুদ হোসেন টিটু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাইফুর রহমান মনি, জালাল উদ্দিন, ঢাকা আজমপুর ফুটবল ক্লাবের সভাপতি সাইদুর রহমান মানিক, মাদকাসক্তি ব্যবস্থাপনা কেন্দ্রের চেয়ারম্যান নাজমুল ইসলাম লিটন, সাবেক খেলোয়াড় ও বাফুফের বর্তমান কোচ মিজানুর রহমান মিনার ও আবুল হোসেন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন প্রমুখ।
একাডেমীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক কাবুল পাল, আব্দুস ছালাম, শফিক মিয়া আফিয়ান, হামিদুর রহমান চৌধুরী মুরাদ, খন্দকার সাইফুর রহমান আফজল, মুসা আহমদ সুয়েট, শহীদুল ইসলাম শাহীনসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেক কেটে বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
একাডেমীর ম্যানেজিং ডিরেক্টর ও পৃষ্ঠপোষক মেজর (অবঃ) নুরুল মান্নান চৌধুরী তারাজ বলেন, বয়সভিত্তিক তিন ক্যাটাগরি ১২, ১৪ ও ১৬ দল গঠনের লক্ষে প্রায় শতাধিক খেলোয়াড় থেকে প্রাথমিকভাবে ৬০জনকে চূড়ান্ত করা হয়। আমাদের একাডেমীর মূল লক্ষ্য হলো কুলাউড়া থেকে কিছু উদ্যোমী ফুটবলার তৈরি করে তাদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেয়া। যারজন্য তাদেরকে জাতীয় দলের কোচদের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।
Posted ৯:২২ অপরাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.