
মোঃ এমদাদুল হক,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
শহীদে কারবালা দিবস উপলক্ষে আলোচনাসভা ও মসজিদভিত্তিক গজল ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছে কুলাউড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ড মধ্য হিংগাজিয়া আঞ্চলিক শাখা তালামীয।
২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা তালামীযের সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম আবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণববাজার ইউনিয়ন তালামীযের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম।
অতিথিবৃন্দ কারবালার চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামের সঠিক পথে জীবন পরিচালনার সবাইকে আহবান জানান। তারা আরো বলেন, কারবালার ঘটনা ইসলামকে পুন: জীবিত করেছে , তাই আমাদেরকে ইমাম হুসাইনের চেতনা বুকে লালন করে অপশক্তির মোকাবেলায় প্রস্তুত থেকে সুন্নীয়তের কাজ করে যেতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজি হান্নান মিয়া, হাজি এলাইছ মিয়া, আব্দুল গফুর। হিংগাজিয়া আদর্শ সোসাইটির সভাপতি ফয়ছল আহমদ, সেক্রেটারি মাহমুদুর রহমান, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নাদিম আহমদ, বিশকুটি স্মৃতি পরিষদের ছাত্র কল্যাণ সম্পাদক হাফিজ রায়হান আহমদ,। আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক আরিফ আহমদ, সাংগঠনিক ফারাভী রাহাতও দেলোয়ার হোসেন রাহাত, রাহি, আারাফাত,রুমান সহ প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ কৃতি প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.