
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় ব্যবসা প্রতিষ্টানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দোকানের সব মালামাল সব পুড়ে দুটি ফ্রিজ ও নগদ অর্থসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার-মিশন রোডের পশ্চিম গুড়াভুই বটেরবাড়ী নামকস্থানে হারুন ভেরাইটিজ স্টোরে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারন করে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তা দিয়ে পাতর বোঝাই একটি ট্রাকের ড্রাইবার আগুন দেখতে পেয়ে পাশ্ববর্তী বাড়ির লোককে জানালে তারা ফায়ার সার্ভিস কে খবর দেন। ফায়ার সার্ভিস পৌছে আগুন নিয়ন্ত্রনে করলেও এর আগে মালামালসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।
দোকান মালিক হারুন মিয়া জানান, প্রাথমিক ধারনায় পূর্ব শত্রুতার জেরেই কেউ এ আগুন লাগাতে পারে। ক্যাশে থাকা নগদ ২৫ হাজার টাকা, দুটি ফ্রিজ সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
সকালে ঘটনাস্থল পরির্দশন করেন ব্রাহ্মনবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন সহ পুলিশ প্রশাসনের লোকজন।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করলে পাশে থাকা অন্য দোকান গুলো আগুন থেকে রক্ষা পায়।
Posted ৬:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.