
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ১নং ওয়ার্ডের ব্যবসায়ীবৃন্দের সহযোগীতায় গরীব-দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
(২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে কুলাউড়া উত্তরবাজারস্থ সহিদ প্লাজায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী কল্যাণ সমিতির ১নং ওয়ার্ডের সভাপতি খন্দকার আব্দুর সাত্তার লিটনের সভাপতিত্বে ও তরুণ সংবাদকর্মী ও সংগঠক মাহফুজ শাকিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত মহিলা সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সহ-সভাপতি নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল মালিক, সাপ্তাহিক কুলাউড়া ডাকের বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী।
স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির ১নং ওয়ার্ডের সদস্য জাভেদ মাহবুব। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবসায়ী ফয়জুর রহমান, ফুলকলি ডিলার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী আমিনুল ইসলাম রিয়াদ, সৈয়দ রেজাউল আলী, ওলিউজ্জামান ওয়ালিদ, আব্দুল হাই, সোহেল আহমদ, রাসেল আফজাল চৌধুরী, মইন আহমদ, আব্দুল মুমিন, আব্দুর রাজ্জাক, মীর্জান আহমদসহ ১নং ওয়ার্ডের ব্যবসায়ীবৃন্দ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.