
স্টাফ রিপোর্টার : | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় করোনা পরিস্থিতিতে ব্যক্তি উদ্যোগে এক হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ’র পরিচালক জাফর আহমদ গিলমানের নিজ উদ্যোগে উপজেলার কাদিপুর ইউনিয়নের ২৯টি গ্রামের এক হাজার পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত (৩১ মার্চ) মঙ্গলবার সকাল ১০ টা থেকে কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর, মধ্য-পশ্চিম মনসুর, আমতৈল, কাদিরপুর, কৌলারশী, গোবিন্দপুর, লক্ষীপুর, উচাইল-হোসেনপুর, কাকিচার, চুনঘর, কৌলা, ছকাপন, গোবিনাথপুর-রফিনগর, কৈয়াতলা, ফরিদপুর, হাসিমপুর, মৈন্তাম, গুপ্তগ্রাম, চাতলগাঁওসহ ইউনিয়নের ২৯টি ইউনিয়নের এক হাজার দুঃস্থ, দিনমজুর ও কর্মক্ষম মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাফর আহমদ গিলমান। এসময় তিনি ইউনিয়নের প্রত্যেক পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ টি ডেটল সাবান, ১টি মাস্ক বিতরণ করেন।
এছাড়া করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার আহবান জানান এবং সবসময় সাবান দিয়ে হাত-ধোয়ার পরামর্শ দেন। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফসহ কাদিপুর ইউনিয়নের বেশ কয়েকজন ইউপি সদস্য তাঁর সাথে ছিলেন।
সমাজসেবক জাফর আহমদ গিলমান জানান, সামাজিক দায়িত্ববোধ থেকে ইউনিয়নের এক হাজার সাধারণ দুস্থ ও দিনমজুর মানুষের মধ্যে এই সহায়তা করা হয়েছে। পর্যায়ক্রমে আরো সহায়তা করা হবে। দেশের এই দূর্যোগময় মুহুর্তে তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য এই সহযোগিতা করাটা খুবই জরুরী ছিল বলে মনে করি। এসময় করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যার্থে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.