
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
কুলাউড়ায় কলিম উল্লাহ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধূম্রজাল চলছে। পরিবারের মধ্যে পরস্পর বিরোধী তৈরি হয়েছে নানা প্রশ্ন। খবর পেয়ে মৃত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ ।
(১৮ ডিসেম্বর) রোববার ভোরে উপজেলার কর্মধায় ইউনিয়নে কলিম উল্লাহ’র মৃত্যু হয়।
জানা যায়, কলিম উল্লাহ’র মৃত্যু নিয়ে পরিবারের লোকজন পরস্পর বিরোধী বক্তব্য প্রদান করছে। ‘তবে মৃত বৃদ্ধের ছেলে জামালের অভিযোগ তার পিতাকে জমি-জমা আত্মসাতের জন্য পরিবারের অন্য সদস্যরা পরিকল্পিত হত্যা করেছে’।
কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সানা উল্লাহ ‘সংবাদমেইলকে’ জানান, স্বাভাবিক- অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন তাই ময়না তদন্তের পর তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
সংবাদমেইল২৪.কম/শরীফ/এনএস
Posted ৫:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.