
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট
প্রতি বছরের ন্যায় এবারও কুলাউড়া পৌরসভা সেলুন সমিতির আয়োজনে ১৬তমর্ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর বুধবার কুলাউড়ার দক্ষিণ বাজারের শ্রী শ্রী কালীবাড়িতে সকাল ৮ টায় পূজা শুরু হয়। ১১ টায় অঞ্জলি প্রদান শেষে দুপুর ১২ টায় এক আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কীর্তন পরিবেশন করেন ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জের শিল্পি শ্রীমতি জলি রানী দেব। কীর্তন শেষে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। ভাদ্রমাসের সংক্রান্তিতে কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা পূজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরা দে,সভাপতি মন্ডলীর সদস্য বিচিত্র রঞ্জন দে ও মিহির দেবরায়,প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত,সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম,১নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম,সদস্য রিংকু বর্ধন,ইমন মিয়া,৪নং ওয়ার্ড সম্পাদক গউছ মিয়া,২নংওয়ার্ড মেম্বার মারুফ আহমদ জালাল,চন্দ সমাজ কল্যান সমিতির সভাপতি কৃপাময় চন্দ্র শীল,বিধান চন্দ,লংলা শীল সমাজ কল্যান সমিতির সহসভাপতি বেনু শীল,বিশু মহন চন্দ,পৌরসভা সেলুন সমিতির সভাপতি ক্ষিতিশ চন্দ,সাধারণ সম্পাদক রতন চন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জগদিশ চন্দ বাদল,গোপাল চন্দ,দিলীপ চন্দ,নিধু চন্দ,অনাদি চন্দ,দিপক চন্দ,শীতল চন্দ কালা, হরিপদ চন্দ,সুমন চন্দ,নিতাই চন্দ,সাগর কপালী,সুবলচন্দ,পিকু,হৃদয়,পলাশ,সঞ্জয়,বিদ্যুৎ,সন্তোষ,সঞ্জিত,শ্যামল,সাওন,রিংকু,শিপন প্রমুখ।
পূজা পরিচালনা কমিটির পক্ষে সভাপতি অশোক চন্দ এবং সাধারণ সম্পাদক লিটন বৈদ্য লিটু বিশ্বকর্মা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.