
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৭ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৬ পলিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় কুলাউড়া বিদ্যুৎ বিভাগের আয়োজনে এ র্যালি ও সভা অনুষ্টিত হয়।
কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের সহকারী প্রকৌশলী খন্দকার কামরুজ্জামানের সভাপতিত্বে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম। র্যালি পুরো শহর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলমগীর হোসেন,সহকারী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান,খন্দকার ওয়াহাব, মোঃ সালেহ আফজাল, প্রকৌশলী আনছারুল কবির শামিম, বিদ্যুৎ বিভাগের ১ম শ্রেণীর ঠিকাদার বাচ্চু আহমদ,আবু তালেব মুকুল, সিপিএর সভাপতি মোঃ তোফজ্জল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ মজিদ প্রমূখ।
এছাড়াও র্যালিতে অংশ নেন বিদ্যুৎ বিভাগের সকল র্কর্মকর্তা,কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ২:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৭ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.