বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৪ মার্চ ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় বাস চালক ও যাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দ্যাবেজ ধর (৬০) নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত দ্যাবেজ ধর কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকার মৃত তেসবন্ধু ধরের ছেলে।
স্থানীয়রা জানান ,বুধবার সাড়ে ৫টায় উপজেলার চুনগর এলাকায় মাত্র ২টাকার জন্য বাস চালক ও যাত্রীদের মধ্যে হাতাহাতির সময় পথচারী দ্যাবেজ ধর ওই রাস্তায় যাওয়ার পথে নিহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি মৌলভীবাজার (জ-০৪- ০০৫১) কুলাউড়া থানায় জব্দ করে রেখেছে।
এদিকে দ্যাবেজ ধরের নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীদের দাবি, কি কারনে তিনি হঠাৎ নিহত হলেন বলে সঠিক রহস্য উদঘাটনের প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে অাটক করতে পারে নি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমেইলেক জানান ঘটনার মূল রহস্য উদঘাটন করতে পুলিশ তৎপর রয়েছে।
Posted ৭:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৪ মার্চ ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.