
স্টাফ রিপোর্টার.সংবাদমেইল২৪কম | শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কুলাউড়ায় বাল্য বিয়ের দায়ে বরসহ ৭জনকে জরিমানা ও কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
(১১ নভেম্বর) শুক্রবার দুপরে উপজেলার কর্মধা ও পৃথিমপাশা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, কর্মধা ইউনিয়নের মৃত আমীর আলীর মেয়ে পারভীন বেগম (১৫) এর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ইউএনও তাহসিনা বেগম ঘটনাস্থলে গিয়ে কনের ভাই রুবেল মিয়া ও ভগ্নিপতি আব্দুস সালামকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কনের মাতা খাতিবুন বেগম ও খালা তালেবুন বেগমকে ২ হাজার টাকা জরিমানা করে। বর পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রামের মশাহিদ আলীকে ৩ দিন ও বরের ভাই ইসমাইল আলীকে ৭ দিনের বিনাশ্রম কারদন্ড দেয়া হয়েছে। অভিযোক্ত বরের ভাবি মরিয়ম বেগমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অর্থদন্ডের আসামীরা জরিমানা পরিশোধ করে মুক্তিলাভ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দন্ডপ্রাপ্ত ৪ জনকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দিয়েছে বিশেষ ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন,কুলাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আবুল বাশার।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগম শুক্রবার বিকেলে সংবাদমেইলকে ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেন।
সংবাদমেইল২৪.কম/বা/এনএস
Posted ৮:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.