
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় বন্য প্রাণী শুকরের আক্রমনে ৬ জন গুরুতর আহত হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাও গ্রামে ১ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,পাশর্^বর্তী দেওছড়া বাগান থেকে নেমে আসা একদল বন্য শুকর হঠাৎ লোকালয়ে নেমে এসে আক্রমন চালায়। এসময় কৃষি কাজে ব্যস্থ থাকা একই গ্রামের ৬ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন ভুইগাঁও গ্রামের লিয়াকত আলী (৫০),বারিক মিয়া (৪৮), মখলিছ মিয়া (৪০),সুয়েব আহমদ (৩৩),আমিনা বেগম (৫৬), রইছ আলী (৫৭)।
বন্য প্রানী শুকর গুলো সামনে যাকে পেয়েছে তাকে আক্রমন করেছে বলে জানিয়েছেন আহত বারিক মিয়া। তার শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিয়ে রক্তাক্ত জখমকরেছে। এলাকাবাসী একটি শুকর মেরে ফেললেও বাকি গুলো কেওলাবিল দিয়ে দেওছড়া বাগানে পালিয়েছে গেছে।
Posted ৫:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.