
কুলাউড়া সংবাদদাতা :: | শনিবার, ০২ জুলাই ২০২২ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রান্না করা ঘরোয়া খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে জাতীয় পার্টি কুলাউড়া উপজেলা শাখা।
(২৯ জুন) দিনব্যাপী ওই কর্মসূচিতে ৫শত প্যাকেট খাবার ও পানি বানবাসিদের হাতে তুলে দেয়া হয়। উপজেলা জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা কুলাউড়া পৌরসভার বিহালা, সোনাপুর, সাদেকপুর, কাদিপুর ইউনিয়নের মৈন্তাম, তিলকপুর, গুপ্তগ্রামসহ অধিক বন্যা কবলিত কয়েকটি এলাকায় ছুটে যান। তাঁরা দুর্গতদের খোঁজখবর নেন এবং এই দূর্যোগে পাশে থাকার আশ্বাস দেন।
উপস্থিত থেকে মানবিক এই কর্মসূচি বাস্তবায়ন করেন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম লুৎফুল হক, সাধারণ সম্পাদক এ এস এম সিদ্দিক আহমদ লোকমান, সহ সভাপতি হাজী মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আকমল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আশরাফ উদ্দিন হিরো, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ অনেকেই।
মানবিক এই কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে জাপার নেতারা জানিয়েছেন।
Posted ২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০২ জুলাই ২০২২
সংবাদমেইল | Nazmul Islam
.
.