
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ | প্রিন্ট
“মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইর্বাস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি এর উদ্যোগে ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে কুলাউড়া উপজেলার কাদিপুুর ইউনিয়নে বন্যা দূর্গত মাঝে ৫০০ পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি লবণ, ১ লিটার তেল ও ৫ লিটার পানি ত্রাণ সামগ্রী হিসেবে বিতরন করা হয়েছে।
উক্ত ত্রাণ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ছালাম, গুড নেইর্বাস হেড অফিস প্রতিনিধি অলিক রাংসা, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্ত্তী, কাদিপুর ইউনিয়ন পরিষদের প্যঅনেল চেয়ারম্যান মোঃ সাতির মিয়া, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম হীরা, বেদানা বেগম, আজাদ মিয়া, মৌলভীবাজার সিডিপি ম্যানেজার রিমো রনি হালদার, এডি অফিসার মিল্টন মজুমদার, প্রটেকশন অফিসার মনিংটন মৃ, শিক্ষক সুব্রত দাস, তরুন সমাজসেবক মোঃ আবুল ফাত্তাহ ফাহিম, আইটি টিচার্স রাজেস দেবনাথসহ সংস্থার স্টাফ ও ভলান্টিারবৃন্দ এবং স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনআই
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.