রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১

কুলাউড়ায় বদরপুরী (রহঃ)’র ইছালে সওয়াব মাহফিল ২৯ জানুয়ারী

মোঃ এমদাদুল হক,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট  

কুলাউড়ায় বদরপুরী (রহঃ)’র ইছালে সওয়াব মাহফিল ২৯ জানুয়ারী

আগামী ২৯ শে জানুয়ারী  রবিবার কুতুবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ ছূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা আবুইউছুফ মুহাম্মদ ইয়াকুব ছাহেব বদরপুরী(রহঃ)’র ৫৮ তম ইছালে সওয়াব উপলক্ষে আজিমুশ্বান জলছা অনুষ্টিত হবে।

দেশ বিদেশের ফুলতলী (রহঃ)’র হাজার হাজার মুরিদীন-মুহব্বিনগণ ঐতিহাসিক কুলাউড়া আলালপুর আলহাজ্ব আত্তর খান হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এই মাহফিলে সমবেত হবেন।


মাহফিলে সভাপতিত্ব করবেন,ফুলতলী (রহ.)’র বড় ছাহেব ক্বিবলা মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী

ফুলতলী (রহঃ)’র ছাহেব জাদা ও খলিফা গনসহ ত্বরিকতের  বুজুর্গগন রবিবার সকাল থেকে পরদিন ফজর পর্যন্ত  যিকির আজকারসহ মুল্যবান বয়ান পেশ করবেন।


এছাড়া বয়ান পেশ করবেন ছাহেব জাদায়ে ফুলতলী আল্লামা মাওলানা নজমুদ্দীন চৌধুরী, আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী, আল্লামা মাওলানা কমর উদ্দিন চৌধুরী, আল্লামা মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী,আল্লামা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী,বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রিয় সভাপতি আল্লামা মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী,ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা সরকার মোহাম্মদ কাফিল উদ্দিন সালেহি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগি অধ্যাপক হযরত মাওলানা ড.আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী,আনজুমানে আল ইসলাহ কেন্দ্রিয় মহাসচিব হযরত মাওলানা একেএম মনোহর আলী,মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী,হযরত মাও. বদরুজ্জামান চৌধুরী রিয়াদ,চান্দগ্রাম ফাজিল মাদরাসার আরবী প্রভাষক হযরত মাওলানা শিহাব উদ্দিন চান্দগ্রাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রিয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা রেদোয়ান আহমদ চৌধুরী প্রমুখ। এছাড়া দেশ ও বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম ওয়াজ পেশ করবেন।

ঐতিহাসিক এই মাহফিলে সবাইকে দলে দলে যোগদান করার জন্য আরজ গোজার করেছেন ছাহেব জাদায়ে ফুলতলী আল্লামা মাওলানা নজমুদ্দীন চৌধুরী ও আল্লামা ফুলতলী (রহঃ)’র খলিফা হযরত হাফিজ মো. মহসিন খান আলালপুরী।


এদিকে শাহ্ ছূফী আলহাজ্জ হযরত মাওলানা আবুইউছুফ মোঃ ইয়াকুব ছাহেব বদরপুরী(রহঃ)’র ৫৮ তম ইছালে সওয়াব আজিমুশ্বান জলছাকে সুন্দর ভাবে সফল করার জন্য কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ সর্বস্থরের জনসাধারনের প্রতি আহবান জানান।

উক্ত মাহফিলে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন কুলাউড়া উপজেলার আলইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দসহ স্থানীয়রা।

কুলাউড়ার আলালপুরের ইসালে সওয়াব  মাহফিলের সংক্ষিপ্ত ইতিহাসঃ-

শাহ্ ছূফী আলহাজ্জ হযরত মাওলানা আবুইউছুফ মোঃ ইয়াকুব ছাহেব বদরপুরী (রহঃ) এর অন্যতম খলিফা ছিলেন কুলাউড়া আলালপুর নিবাসী হযরত হাফিজ আপ্তাব খাঁন (রহঃ) (কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  হযরত মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদের দাদা)। বদরপুরী(রহঃ) ইন্তেকালের পরের বছর  আল্লামা ফুলতলী (রহঃ)সহ  বদরপুরী (রহঃ) এর তৎকালীন পূর্ব পাকিস্তানে খলিফাদের  সাথে পরামর্শ করে  নিজ বাড়ীতে বাৎসরিক মাহফিলের আয়োজন করেন।  আল্লামা ফুলতলী (রহঃ) ইসালে সওয়াব মাহফিলের নাম প্রস্তাব করলে  সর্বসম্মতি ক্রমে ১৯৫৮ সাল থেকে মোবারক এই মাহফিল শুরু হয়। দীর্ঘ ৫৭ বছরের পথ পরিক্রমায় জৈনপুরী ছিল ছিলার অসংখ্য আউলিয়া কেরামের উপস্থিতিতে ধন্য হয়েছে কুলাউড়ার এই পবিত্র মাহফিল, উপমহাদেশের প্রখ্যাত পীরে কামিল আল্লামা ফুলতলী (রহঃ), আল্লামা বিশকুটি (রহঃ),     হযরত মাওলানা আব্দুশ শুকুর এখতিয়ারপুরী (রহঃ),হযরত মালানা শাতির আলী বারগাত্তী (রহঃ),হযরত মাওলানা হরমুজ উল্লাহ শায়দা (রহঃ), হযরত মাওলানা মাহমুদুর রহমান বদরপুরী (রহঃ)সহ ছিলছিলার বুজুর্গানে কেরামদের নেক তাওয়াজ্জুহ রয়েছে পবিত্র এই ইসালে মাহফিলের উপর কুলাউড়ার রূহানী ৫৭ তম ইসালে সওয়াব মাহফিলে শরীক হওয়ার তাওফিক মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাদেরকে  দান করুন আমীন।

শাহ ইয়াকুব বদরপুরী (র)’র সংক্ষিপ্ত জিবনী:-

পরিচয়ঃ নাম আবু ইউসুফ মুহাম্মদ ইয়াকুব,পিতা শাহ মোহাম্মদ বাছির। হযরত শাহ ইয়াকুব ছাহেব ভারতের আসাম প্রদেশের কাছাড় জেলার অন্তর্গত বদরপুরের বুন্দাশীল নামক গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৮৫৭ ইং ১২৬৪ বাংলা সনে জন্মগ্রহণ করেন।

শৈশব ও শিক্ষা জীবন:  হযরত বদরপুরী(রহঃ) বাল্যকাল থেকেই দানশীল ছিলেন। এজন্য তাকে হাতেমতায়ীর সাথে তুলনা করে তাকে হাতেম আলী বলা হয়। তিনি বাল্যকালে পিতা-মাতাকে হারান। মামার তত্বাবধানে বাঘাবাড়ী মাদরাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ফুলবাড়ী মাদরাসায় মাধ্যমিক শিক্ষা লাভ করেন এবং ভারতের রামপুর আলিয়া মাদরাসা থেকে হাদীস,তাফসীর,ফিকহ, ইত্যাদি বিষয়ের উপরে গভীর জ্ঞান অর্জন করে সনদ লাভ করেন। তিনি বাল্যকাল থেকেই ছিলেন খোদাভীরু,পরহেজগার ও আশিকে রাসূল।

অধ্যাপনা : হযরত বদরপুরী(রহঃ) শিক্ষা জীবন শেষ করে প্রথমে আসামের জয়নগর মাদরাসায়  অধ্যাপনা  করেন। অতঃপর কাছাড় জেলার কাটিগড়া আলিয়া মাদরাসায় অধ্যাপনা করেন এবং পরবর্তিতে নিজের বাড়ীর পাশে বদরপুর আলিয়া মাদরাসা প্রতিষ্টা করে সেখানে  হাদীসের খেদমতে নিয়োজিত হন।

খেলাফতি লাভঃ বাল্যকাল থেকেই হযরত বদরপুরী(রহঃ) একাগ্রছিত্তে আল্লাহর ধ্যানে মনোনিবেশের প্রতি আগ্রহী ছিলেন। ইলমে জাহির শিক্ষা লাভের পর ইলমে বাতিন শিক্ষালাভের অনুসন্ধান করছিলেন কিন্তু কোন কামিল মুর্শিদের হাতে বাই’আত গ্রহন করবেন এ ব্যাপারে আল্লাহ তায়ালার পক্ষ থেকে কোন ইংগিত পাওয়ার আশায় ছিলেন। এক রাতে স্বপ্নে দেখলেন হাফিজ আহমেদ জৌনপুরী (রহঃ) তাকে ডাকছেন। প্রতিউত্তরে হযরত বদরপুরী(রহঃ) নিবেদন করলেন কোথায় আপনার সাক্ষাত পাব? জৌনপুরী (রহঃ) বললেন,কুমিল্লা জেলার চাঁদপুরে এসে আমার সাক্ষাত পাবে। পরের দিনই তিনি বদরপুর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে পৌছে জৌনপরী (রহঃ) এর সাক্ষাত লাভ করে আলিঙ্গন করেন। জৌনপুরী ছাহেব (রহঃ)  বদরপুরী ছাহেব (রহঃ)  এর সম্মানে নিজেত কাধের তোয়ালেখানা বিছিয়ে দিয়ে বললেন,তাশরীফ রাখুন । বদরপুরী (রহঃ) তোয়ালেখানায় চুমু খেলেন। তখন জৌনপরী (রহঃ) বললেন, আপনি কি চান?  তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি চাই।  তখন তাকে তিনি বাইআত গ্রহণ করালেন  এবং দুইদিনের ভিতরে খেলাফতের সনদ দান করলেন।

হযরত বদরপুরী(রহঃ) ইন্তেকালঃ হযরত ইয়াকুব বদরপুরী (রহঃ) ১০৪ বছর বয়সে ১৯৬১ সালের ১৯ জানুয়ারি সোমবারে মাগরিবের সময় ইন্তেকাল করেন।

সংবাদমেইল২৪.কম/এমএএইছ/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১২:১৫ অপরাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত