
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৪ মে ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
(০৪ মে) শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর (আকিলপুর) গ্রামে বাবুল মিয়ার মেয়ে বরমচাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী লাবনী আক্তার (১২) শুক্রবার সকাল ৯ টার দিকে কৃষিক্ষেতে ব্যস্ত বাবার খোঁজ করতে বাড়ি থেকে বের হলে রাস্তায় বজ্রপাতে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমেইলকে বলেন, পরিবারের লোকজন পোস্ট মর্টেম ছাড়া লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা ঘটনার সত্যতা সংবাদমেইলকে নিশ্চিত করেছেন।
Posted ৩:১১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.