
জসীম চৌধুরী,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ফাইনাল খেলা
সম্পন্ন হয়েছে।
১৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে কুলাউড়া নবীনচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুলাউড়া পৌরসভা ট্রাইবেকারে ৫-৪ গোলে পৃথিমপাশা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্টানে উপজেলা ক্রীড়াসংস্থার সভাপতি ভারপ্রাপ্ত ইউনও সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে ও সদস্য এহসান আহমদ টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার(কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু,ব্রাহ্মন বাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন,পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান, উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ প্রমুখ।
অনুষ্টান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, টুর্নামেন্টে ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ১৪ টি দল অংশগ্রন করে।
Posted ৮:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.