
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ায় ফয়েজ-মুজিব স্মৃতি টিভি এন্ড টিভি দ্বৈত নকআউট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্ভোধন হয়েছে।
শনিবার সন্ধ্যায় নতুন পাড়া-আহমদাবাদ সামাজিক সংস্থার আয়োজনে এ দ্বৈত নকআউট ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উৎসবমূখর পরিবেশে হাজী আছদ উল্লাহ’র সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি কাউন্সিলর মনজুরুল আলম চৌধুরী খোকনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল হক,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভূষন রায়, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আজাদুর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিপিএর সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কয়ছর রশীদ,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি ও সংবাদমেইলের সম্পাদক প্রভাষক মানজুরুল হক, প্রভাষক মোতাহের আহমদ, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির,সংগঠক সাহিত্যিক শহিদুল ইসলাম তনয়,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জসিম চৌধুরী,প্রবীন শিক্ষক আব্দুল মতিন চৌধুরী, টাউন ক্লাবের সম্পাদক নাসির জামান খান জাকি,হাজী আরজদ উল্লাহ প্রমূখ।
এছাড়াও উদ্ভোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:১৮ অপরাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.