
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৪ মার্চ ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের ভবানীপুর এলাকার কাতার প্রবাসী কামাল হোসেনের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
(১৪ মার্চ) রাত প্রায় ১২ টার দিকে চোররা ঘরের পিছনের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৭০ হাজার টাকা সহ প্রায় ৩ লক্ষ টাকার জিনিস পত্র নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী ও চুরি হওয়া পরিবার সুত্রে জানা যায়, কাতার প্রবাসী কামাল হোসেনের পরিবার গত বৃহস্পতিবার সিলেট বোনের বাড়িতে বেড়াতে যান। এসময় বাড়িতে একজন বাক প্রতিবন্ধী লোক ছিলো। এ সুযোগে চোররা ওইদিন রাতে বাড়ি একা পেয়ে ঘরের জানালা ভেঙ্গে ডুকে নগদ ৭০ হাজার টাকা ৪ ভরি ওজনের স্বর্ণের হার, ৪টি আংটি, ৩টি ট্যাব মোবাইল সহ প্রায় ৩ লক্ষ টাকার দামী মালামাল চোররা নিয়ে যায়।
চুরির ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানার এ এস আই আরিফুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।
Posted ৮:৪১ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.