কুলাউড়ায় প্রফেসর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের জানুয়ারি –জুন-২০২০ সেশনের বিদায়ী সংবর্ধনা ও বিগত সেশনের শিক্ষার্থীদের সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১৫ ফেব্রুয়ারী) দুপুরে প্রফেসর কম্পিউটার প্রশিক্ষণ হলরুমে প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর জুবায়ের আহমদের পরিচালনায় ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুছ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো মুহিবুর রহমান,ইংরেজি বিভাগের প্রভাষক মো. আব্দুল বাকি ফরহাদ।