
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৭ মার্চ ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
(১৭ মার্চ) শনিবার বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ এর উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা অাওয়ামীলীগের সভাপতি নেছার অাহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি চৌধুরী মো গোলাম রাব্বির সভাপতিত্বে
উপজেলা ক্রিকেট কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তা ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিথির বক্তব্য ও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্জ মিছবাহুর রহমান,কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া পৌরসভার মেয়র অালহাজ্ব শফি আলম ইউনুছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসা, জেলা পরিষদ সদস্য সেলিম আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও কুলাউড়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ও আব্দুল মোক্তাদির তোফায়েল, পৌর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলী, সাধারণ সম্পাদক গৌরা দে, যুক্তরাজ্য আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক কামাল হাসান, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আলী বাখর খান, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, দপ্তর সম্পাদক অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, বর্তমান সভাপতি মো. আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, পৌর যুবলীগের আহবায়ক শাহিন আহমদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মুক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সহ সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সৈয়দ অাশফাক তানভীর, আওয়ামীলীগ নেতা মইনুল ইসলাম সোহাগ ও আব্দুল মুক্তাদির।
উল্লেখ্য, বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়ন একাদশকে ট্রাইবেকারে ৫-৩ গোলে হারিয়ে ওরা এগারজন রবিরবাজার টিম জয়লাভ করে। বৃহৎ এ টুর্ণামেন্টে মোট ১৮টি টিম অংশ নিয়েছে।
Posted ১০:৩১ অপরাহ্ণ | শনিবার, ১৭ মার্চ ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.