
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৬ মে ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও বঞ্চিত প্রতিবন্ধি মানুষের মাঝে ইফতার খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মে) বেলা ৪টার দিকে পৌর শহরের শাপলা মার্কেট প্রাঙ্গণে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সিলেটের সভাপতি এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিলেট জেলা আহ্বায়ক ডা. রুকন উদ্দিনের অর্থায়নে এই খাদ্য উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহযোগীতায় খাদ্য বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক আহমদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সহ-সভাপতি ও মানব জমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহ-সভাপতি ও বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য ও কাজিরবাজার প্রতিনিধি শাহ আলম শামীম, দি বাংলাদেশ টুডে, যুগভেরী ও সিলেট ভিউ প্রতিনিধি শাকির আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চ্যানেল এস প্রতিনিধি জিয়াউল হক, সদস্য পূর্বপশ্চিম ডট নিউজের জেলা প্রতিনিধি এম এ কাইয়ূম প্রমুখ।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.