
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ | প্রিন্ট
“মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে কুলাউড়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার ২২ জুলাই দুপুরে পোনামাছ অবমুক্ত করন কালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আজহারুল আলম, উপজেলা প্রকৌশলী মোঃ ইসতিয়াক হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইব্রাহিম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিল্লাল হোসেনসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও মৎস্যচাষীরা।
উল্লেখ্য, মোট ১৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.