
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
চলতি বছরের জুন মাসে মনু নদীর বাধ ভেঙে আকষ্মিক বন্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ও শরীফপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন প্রদান করা হয়েছে।
(১১ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাজীপুর ইউনিয়নের কানিহাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেজর (অবঃ) এম নুরুল মান্নান চৌধুরীর উদ্যোগে এবং সিটি ব্যাংকের অর্থায়নে ও জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকা এবং হাজীপুর সোসাইটি কুলাউড়ার আয়োজনে দুই ইউনিয়নের ৮৫টি পরিবারকে ঢেউটিন বিতরণ করা হয়।
হাজীপুর সোসাইটির সহ-সভাপতি রেজাউর রহমান কয়ছরের সভাপতিত্বে ও জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকার সাংগঠনিক সম্পাদক এম রবিউল হাসান সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, সিটি ব্যাংক কুলাউড়া শাখার ম্যানেজার আশীষ কুমার সাহা,জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ জুয়েল, উপজেলা বি আর ডিবির সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার,শরীফপুর ইউপির প্যানেল চেয়ারম্যান হারুন মিয়া প্রমুখ৷
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন হাফিজ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।
Posted ৯:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.