
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের চাঁনগাও (মিরেরগাও) গ্রামের নোমান আহমদের ছেলে ফরহাদ মিয়া (৩) এবং বাদশা মিয়ার মেয়ে জেরিন বেগম (৩)
বুধবার সন্ধ্যায় বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন তাদের খোঁজাখুজি করে না পেয়ে হঠাৎ তাদের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে পাশ্ববর্তী কমলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়। ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তাদের দাফন সম্পন্ন করা হয়।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.