
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৮ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়ার রাউৎগাঁওয়ে পানিতে ডুবে ফাতেমা রহমান নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে দক্ষিণ কৌলা গ্রামে শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের দক্ষিণ কৌলা গ্রামের দুলাল মিয়ার দেড় বছরের শিশুকন্যা ফাতেমা পরিবারের সকল সদস্যের অজান্তে শনিবার বেলা ১১টার বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খুঁজাখুজি করে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ফাতেমাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউৎগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৪:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.