স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০১৭ | প্রিন্ট
কুলাউড়ায় পানিতে ডুবে তানজিলা সিদ্দিকা নামক দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কামারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
(০৩ আগস্ট) বৃহস্পতিবার উপজেলার জয়চন্ডি ইউনিয়নে কামারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে মা কাজে ব্যস্ত থাকায় সে সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশে একটি গর্তে পড়ে যায়। পরে খোজাখুঁজির এক পর্যায়ে দুপুর ২ টার গর্তে তার ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তানজিলাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার এসআই খছরুল আলম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
সংবাদেমইল/এসএ/এনআই
Posted ৭:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.