রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১

কুলাউড়ায় নিম্ন আয়ের পরিবারে প্রবাসী সংগঠন কুলাউড়া সমিতি’র অনুদান

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | প্রিন্ট  

কুলাউড়ায় নিম্ন আয়ের পরিবারে প্রবাসী সংগঠন কুলাউড়া সমিতি’র অনুদান

কুলাউড়ায় মহামারি করোনা ভাইরাস নামক দূর্যোগের কারণে যানবাহনসহ সবকিছু বন্ধ থাকায় থমকে গেছে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জীবন চলার পথ। অনেকেই অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। তাদের পাশে সরকারের পাশাপাশি অনেক ব্যক্তি-প্রতিষ্ঠান সহযোগিতা করে যাচ্ছে। এর মধ্য সুদূর প্রবাস থেকেও কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে শেকড়ের টানে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে ‘কুলাউড়া সমিতি’ সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার (২১ এপ্রিল) কুলাউড়া পৌর শহরের শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাত’র আয়োজনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম সফি আহমদ সলমান।


এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর কাউন্সিলর মনজুরুল আলম চৌধুরী খোকন, ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আখই, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ প্রমুখ।

সংযুক্ত আরব আমিরাত কুলাউড়া সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম রুহল, যুগ্ম আহবায়ক আশরাফ খাঁন হিরন, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম নাসির ও রাসেল আহমদ, সহ-প্রচার সম্পাদক কাওসার আহমদ প্রমুখ।


সংগঠনের সদস্যরা জানান, বর্তমান পরিস্থিতিতে তারা কুলাউড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১২ জন কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ ৫০০ টাকা করে ৫৬ হাজার টাকা আর্থিক অনুদান উপহার হিসেবে প্রদান করেন। তাদের এ কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে বলে সংগঠনের সদস্যরা জানান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান বলেন, দেশের যেকোন দূর্যোগের সময় সরকারের পাশাপাশি প্রবাসীরা সবার আগে এগিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় এই সংকটের মুহুর্তে কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাত কর্মহীন মানুষের সাহায্যর্থে এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। তাছাড়া উপজেলার বিভিন্ন প্রান্তিক এলাকায় কর্মহীনদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সকর প্রবাসী ও প্রবাসী সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান তিনি।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ২:৪০ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত