
| মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
কুলাউড়া শহরের মিলি প্লাজার ব্যবসায়ী মনাফ টেলিকমের স্বত্বাধিকারী ও মোবাইল ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মনাফ নিখোঁজের তিনদিন পর লাশের সন্ধান পাওয়া গেছে।
(১৫ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক ৩জনকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে স্বীকার করে ব্যবসায়ী আব্দুল মনাফ কে হত্যা করে তারা মাটি চাপা দিয়েছে। এদিকে রাত সাড়ে ৯ টায় লাশ উদ্ধার করতে ঘটনাস্থল ঘাটেরবাজার এলাকায় কুলাউড়া থানা পুলিশ অবস্থান করছে।
আটকৃতরা হলে নিহত ব্যবসায়ী মনাফের চাচাতো ভাই মৃত মাহমুদ আলীর পুত্র চান মিয়া,শাহিদ মিয়া ,ফজলু মিয়া।
উল্লেখ্য, যে গত ১২ডিসেম্বর শনিবার রাতে কুলাউড়া শহরে মিলিপ্লাজার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন মনাফ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১০:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.